
জাতীয়
আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
আশুলিয়ার জামগড়া এলাকা থেকে ফাতেমা আক্তার (৩০) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে নারী ও শিশু কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফাতেমা আক্তার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বরজোর পাথিলা গ্রামের মৃত শহীদুল ইসলামের মেয়ে। তিনি জামগড়া এলাকার পলমল কারখানার পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোরশেদ আলী মোল্লা বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার ভোরে জামগড়া এলাকার মীর বাবুল হোসেনের বাড়ির একটি কক্ষে ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু কেন্দ্রে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে ফাতেমার স্বামী সবুজ হোসেন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।