জাতীয়

চারটি সুস্থ সন্তানের জন্ম দিলেন প্রসূতি

ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে একসঙ্গে চারটি সুস্থ সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি। গতকাল রাত ১টার সময় এই চার সন্তানের জন্ম দেন শারমিন আক্তার নামে ফেনীর ফাজিলপুর নিবাসী এই নারী। তার স্বামীর নাম সাইফুল ইসলাম। হাসপাতারটির পরিচালক ড. কাশেম বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতারটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহানারা খানম  জানান, গতরাত ১টার সময় প্রফেসর সংযুক্ত সাহার তত্ত্বাবধানে ওই নারীর সফল অস্ত্রোপচার করা হয়। সবক’টি শিশুই সুস্থ আছে। এর মধ্যে একটি পুত্র ও তিনটি কন্যাশিশু। প্রসূতি নিজেও সুস্থ আছেন বলে জানান এই চিকিৎসক।

Show More

আরো সংবাদ...

Back to top button