
কুড়িগ্রামে দক্ষ শ্রমিক বানাচ্ছে বিজিএমইএ প্রশিক্ষণ কেন্দ্র
ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
কুড়িগ্রামে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারর্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হয়েছে। এ কেন্দ্রের মাধ্যমে কুড়িগ্রামে তৈরি করা হবে দক্ষ নারী-পুরুষ গার্মেন্টস শ্রমিক। আর প্রশিক্ষণ শেষ করার সাথে সাথে দেয়া হচ্ছে চাকরি।
এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি ব্যাচে ৯০ জন যুবক-যুবতীকে এক মাস মেয়াদী প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ গ্রহণে প্রশিক্ষণার্থীদের কোনো খরচ নেই। থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যয় বহন করছে বিজিএমইএ। এ কেন্দ্রে প্রতিমাসে নিটিং বিষয়ে ৬০ জন এবং লিংকিং বিষয়ে ৩০ জনকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আর প্রশিক্ষণ শেষ করার সাথে সাথে রয়েছে চাকরির নিশ্চয়তা।
২০০৭ সালের ডিসেম্বরে জেলা যুব ভবনে সুয়েটার নিটিং এ্যান্ড লিংকিং মেশিন অপারেটিং প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু হয়। দারিদ্র্য পীড়িত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় বদলে যাচ্ছে জেলার আর্থ-সামাজিক অবস্থা। ফলে দীর্ঘ দিন বেকার থাকার পর এই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়ে খুশি প্রশিক্ষণার্থীরা।
দারিদ্র পীড়িত এই জেলায় বেকার যুবক-যুবতীর সংখ্যা প্রায় ৭ লাখ। প্রশিক্ষণ কেন্দ্রটির মাধ্যমে কর্মসংস্থান হওয়ায় জেলায় আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়েছে। গত ৯ বছরে প্রশিক্ষণ কেন্দ্রে ৯১টি ব্যাচে ৫ হাজার ৭৭৭ জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এদের মধ্যে ৫ হাজার ২শ’ জন ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে সুয়েটার ফ্যাক্টরিতে চাকুরী করছেন।