
দুই কমিটি বাতিলের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ
ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
লালবাগ ও চকবাজার থানা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিদায়ী কমিটির নেতাকর্মী ও তাদের অনুসারীরা।
তাদের অভিযোগ, অছাত্র, মাদকাসক্ত ও অর্থের বিনিময়ে নতুন কমিটি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত কর্মসূচিতে ছিলেন- লালবাগ থানা ছাত্রদলের বিদায়ী কমিটির সভাপতি ইকবাল হোসেন স্বপন, সাধারণ সসম্পাদক দিপু ভুইয়া, প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান মিরাজ, চকবাজার থানা ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক আরমান আহমেদ, সহ-সভাপতি মাহামুদুল হাসান মহিনসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
চকবাজার থানা ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি নাহিদ বলেন, সবার মতামত না দিয়ে টাকার বিনিময়ে কমিটি দেয়া হয়েছে। ঘোষিত নতুন বর্তমান কমিটির কেউ নেই। যারা আসছে কেউ রাজনীতি করে না।