
জেলার সংবাদ
ট্রেনের ধাক্কায় যুবক নিহত
ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। পরনে ছাই রংয়ের গেবাইডিং প্যান্ট এবং সাদা-লাল ও কালো রংয়ের প্রিন্টের শার্ট রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, সকালে ধীরাশ্রম এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু ট্রেনর সঙ্গে ধাক্কা লেগে ওই যুবককের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।