
বেগমগঞ্জে অটোরিকশা চাপা পড়ে চালক নিহত
ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে জসিম উদ্দিন (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইউনিয়নের মুকবুল মিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। জসিম উদ্দিন একলাশপুর গ্রামের বকশী বাড়ির সাবের মিয়ার ছেলে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে জসিম তার অটোরিকশা নিয়ে পুল মুকবুল সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে হঠাৎ এক সাইকেল আরোহী তার অটোরিকশার সামনে এসে পড়েন। ওই সাইকেল আরোহীকে বাঁচাতে গেলে জসিম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় অটোরিকশাটি উল্টে গিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারে ধাক্কা খায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন জসিম উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।