শিক্ষা

রাবির হলে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হল থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হলের ডায়নিংয়ের পাশ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ওই শিক্ষার্থীর নাম মোতালেব হোসেন লিপু। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

লিপু হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায়।

রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার আমীর জাফর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান জানান, হলের এক কর্মচারী সকালে ঝাড়ু দিতে গিয়ে ডায়নিংয়ের পাশে ওই শিক্ষার্থীর লাশ দেখতে পান। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

লাশের ময়নাতদন্ত করলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, লিপু কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না।

লাশ যেখানে পড়ে ছিল, তার পাশের একটি কক্ষের শিক্ষার্থীরা জানান, রাত ৩টার দিকে তারা ছাদ থেকে নিচে কিছু পড়ার শব্দ পেয়েছিলেন। তবে কি পড়েছে তা তারা না দেখে আবার ঘুমিয়ে যান।

Show More

আরো সংবাদ...

Back to top button