প্রবাসের খবর

ইউরোপ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ঢাকায়

ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

আগামী শনি ও রোববার (২২ ও ২৩ অক্টোবর) অনুষ্ঠিতব্য বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ঢাকায় পৌঁছেছেন। সাজ সাজ রবে সজ্জিত ঢাকা শহরে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতারা এখন ব্যস্ত সময় পার করছেন।

ধানমন্ডি দলীয় কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ গনির নেতৃত্বে ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ আড্ডাবাজি ও ইউরোপ আওয়ামী লীগের ডেলিগেট লিস্ট সম্পূর্ণ করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম হক।

ইতোমধ্যে যারা ঢাকায় উপস্থিত হয়েছেন তারা হলেন ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সভাপতি বেনজির সেলিম ও নাজিম উদ্দিন আহমেদ, ইতালি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী, পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রাফি উল্লাহ ও মহসিন উদ্দিন ভূঁইয়া, জার্মান আওয়ামী লীগের জাহিদুল ইসলাম পুলক, তুরস্কের প্রিন্স মাহমুদ, বেলজিয়ামের বজলুর রাশিদ বুলু, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খান পান্না, বার্সেলোনা আওয়ামী লীগের সভাপতি নূরে জামাল খোকন, গ্রিস আওয়ামী লীগের রায়হান খান ও জুলহাস মিয়া, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মোনায়েম রানাসহ আরো অনেকে।

Show More

আরো সংবাদ...

Back to top button