
বিপর্যয়ে ইংল্যান্ডের নতুন রেকর্ড
ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
চট্টগ্রাম টেস্টে সফরকারী ইংল্যান্ডকে চেপে ধরেছে স্বাগতিক বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে তারা তুলেছে ৮১ রান। বিনিময়ে হারাতে হয়েছে প্রথমসারির তিন ব্যাটসম্যানকে।
স্কোরটা এখন একটু মোটাতাজা দেখালেও সকালটা ছিল অ্যালিস্টার কুকদের জন্য রীতিমত বিভীষিকাময়।
২১ রানের মধ্যেই ইংল্যান্ড হারিয়ে বসে তিন উইকেট। এটা তাদের জন্য বেশ লজ্জারও। এশিয়া সফরে এসে এর আগে প্রথম ইনিংসে তারা কখনও এত অল্প রানে প্রথমসারির তিন ব্যাটসম্যানকে হারায়নি।
২০০৭-০৮ মৌসুমে গলে শ্রীলংকার বিপক্ষে ২২ রাতে ৩ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। এতদিন সেটিই ছিল এশিয়ার মাটিতে ইংলিশদের সবচেয়ে বাজে প্রাথমিক বিপর্যয়।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২১ রানে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড গড়েছে প্রাথমিক বিপর্যয়ের নতুন রেকর্ড।
ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন অভিষিক্ত স্পিনার মেহেদী হাসান মিরাজ। দলীয় ১৮ রানে তার অফব্রেক বল আরেক অভিষিক্ত বেন ডাকেটের ব্যাট ফাঁকি দিয়ে সরাসরি উইকেটে আঘাত হানে।
পরের ওভারেই সাকিবের বলে দুর্ভাগ্যজনক এক আউটের শিকার হন অধিনায়ক অ্যালিস্টার কুক। সাকিবের বলটি সুইপ করতে গিয়ে তা কুকের ব্যাটে লেগে ভেঙে দেয় স্টাম্প।
এরপর দলীয় ২১ রানে গ্যারি ব্যালান্সকে ফেরান ১৯ বছর বয়সী মিরাজ। তবে ব্যালান্সের উইকেটটি এসেছে রিভিউয়ের মাধ্যমে।
মেহেদীর ভেতরের দিকে ঢোকা বলটি ব্যাট-প্যাড এক করে ব্যালান্স ব্লক করেন। তবে উইকেটের পেছনে দাঁড়িয়ে অধিনায়ক মুশফিকুর রহিমের মনে হয়েছিল, ব্যাটের আগে বলটি ব্যালান্সের প্যাডেই লেগেছিল, যেটি টেলিভিশন আম্পায়ারের রিভিউয়ে এসেছে।