খেলাধুলা

সাব্বির-মিরাজ-রাব্বিদের সাদা পোশাকের পথচলা শুরু

ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে একই সঙ্গে তিন ক্রিকেটার অভিষেক ঘটেছে বাংলাদেশের। সাদা পোশাকে অভিষিক্ত এই তিন ক্রিকেটার হলেন- সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি।

সাব্বির ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত হলেও এই প্রথম টেস্টে ডাক পেলেন। রাব্বি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকলেও ওয়ানডে খেলা হয়নি। তার আগে টেস্টে সুযোগ পেলেন। আর যুব বিশ্বকাপের সেরা খেলোয়াড় মিরাজ একদম নতুন। সাদা পোশাক দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে সম্ভাবনাময় এই অলরাউন্ডারের।

ছবি: বিসিবি

সাদা পোশাকে ৭৯ নম্বর ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটে রাব্বির। ৮০ নম্বর ক্রিকেটার হিসেবে মিরাজ ও ৮১ নম্বর ক্রিকেটার হিসেবে সাব্বিরের অভিষেক ঘটে।

ছবি: বিসিবি

টসের আগে মিরাজকে টেস্ট ক্যাপ পড়িয়ে দেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সাব্বিরকে স্বাগতম জানান সাকিব আল হাসান। আর রাব্বিকে ক্যাপ পড়ান জাতীয় দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

ছবি: বিসিবি

অন্যদিকে, ইংল্যান্ড দলে অভিষেক হয়েছে বেন ডাকেটের। অ্যালিস্টার কুকের সঙ্গে ইনিংস ওপেন করতে নামবেন বাঁ-হাতি ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছিল তার।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। এর আগে বাংলাদেশ-ইংল্যান্ড আটটি টেস্ট খেলেছে। সবক’টিতেই জয় পেয়েছে ইংলিশরা।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, মাহমু্দউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম (অধিনায়ক-উইকেটরক্ষক), সাব্বির রহমান রুম্মন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি।

ইংল্যান্ড একাদশ: অ্যালিস্টার কুক (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, গ্যারেথ বেটি এবং স্টুয়ার্ট ব্রড।

Show More

আরো সংবাদ...

Back to top button