বিনোদন

পাক শিল্পীদের পক্ষ নিয়ে বেকায়দায় সালমান

ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

পাক শিল্পীদের পক্ষ নেয়ায় এখন চরম মাসুল দিতে হচ্ছে বাজরাঙি ভাইজানখ্যাত বলিউড স্টার সালমান খান।

কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় তিন মাস আগেই সালমানকে নির্দোষ বলেছিল রাজস্থান হাইকোর্ট।

সেই রায়কে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে রাজস্থান সরকার বলেছে, অবিলম্বে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়া হোক সলমন খানকে।

১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিংয়ে গিয়ে জোধপুরের কাছে তিনটি চিঙ্কারা হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে।

দু’টি কৃষ্ণসার হরিণ মারার অভিযোগও ছিল। সে মামলা এখনও চলছে। ২০০৬ সালে চিঙ্কারা  মামলায় নিম্ন আদালতে এক ও পাঁচ বছরের কারাদণ্ড হয় সলমনের। সে যাত্রা এক সপ্তাহ জোধপুরের জেলে কাটানোর পরে জামিন পান এ বলিউড সুপারস্টার। গত জুলাই মাসে হাইকোর্ট তাকে রেহাই দেয়।

তখন হাইকোর্ট বলেছিল, যে হরিণগুলো মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সেগুলি যে সালমানের  গুলিতেই মারা গেছে এমন প্রমাণ মেলেনি। বৃহস্পতিবার রাজস্থান সরকার সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে বলেছে, যত দিন সাজা বাকি রয়েছে, তা এবার খাটুন সালমান।

শুধু তাই নয়, কোকাকোলা জানিয়েছে- কোমল পানীয়টির ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ থেকে তারা সালমানকে সরিয়ে দিচ্ছে। কিন্তু হঠাৎ করে বাজরাঙি ভাইজানের উপর এতো মসিবত কেন? অনেকেই বলছেন ক্ষমতাসীন সরকারের রোষানলে পড়েই তার এ অবস্থা।

সম্প্রতি উরি হামলার জেরে পাক শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে আপত্তি উঠেছে। সালমান পাক শিল্পীদের পাশে দাঁড়িয়ে বলেছেন, ওরা জঙ্গি নন।

তার এই অবস্থানের জন্যই কী রাজস্থানের বিজেপি শাসিত সরকার চিঙ্কারা মামলা নিয়ে নতুন করে আপত্তি তুলছে? আর কোকা কোলাও যে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ থেকে সরাতে চাইছে,  সেটাও কি ওই ঘটনারই প্রতিক্রিয়া?

এ প্রশ্ন তুলতেই পারেন সালমান ভক্তরা। কোকাকোলা অবশ্যকে সালমানকে সড়ানোর কোনও কারণ ব্যাখ্যা করেনি। তবে সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, রণবীর কাপূরের মতো কমবয়সী অভিনেতার কথা ভাবছেন তারা।

Show More

আরো সংবাদ...

Back to top button