বিনোদন

আবারো এক হচ্ছেন হৃত্বিক-সুজানা!

ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বলিউডের হার্টথ্রব অভিনেতা হৃত্বিক রোশন ও সুজানা খানের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বেশ কিছুদিন হলো। কিন্তু তারপরেও সন্তানকে একটা ভালো সময় উপহার দিতে বারবার একে অপরের সাথে সময় কাটিয়েছেন এই সাবেক দম্পতি।

এর কারণ, নিজেদের ব্যক্তিগত সমস্যা কখনোই সন্তানদের উপর পড়তে না দেয়া। তবে নতুন খবর হলো আগামী ২৬ অক্টোবর নাকি আবারো এক হচ্ছেন হৃত্বিক-সুজানা! কারণ সে দিন সুজানের ৩৮তম জন্মদিন। আর বার্থডে সেলিব্রেশনের জন্য নাকি সুজান বিশেষ ভাবে আমন্ত্রণ করেছেন হৃত্বিককে!

কিন্তু বলিউড সূত্রের খবর, সুজানার জন্মদিনে হৃত্বিককে বিশেষ আমন্ত্রণের নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। হৃত্বিকও নাকি নিজের সব কাজ বাতিল করেছেন ওই দিনের জন্য। সে দিন তাদের দুই ছেলে রেহান ও রিদানও থাকবে পার্টিতে।

বি-টাউনের একটা বড় অংশ বলছে, হয়তো ফের সম্পর্ক জোড়া লাগাবার কথা ভাবছেন তারা। সে কারণেই এই বিশেষ আমন্ত্রণ? তবে হৃত্বিক-সুজানার একসাথে হওয়ার ঘটনা এটাই নতুন নয়, তাই আগে থেকে এখনই কিছু বলা যাচ্ছে না।

Show More

আরো সংবাদ...

Back to top button