বিনোদন

মাদ্রাসার শিক্ষককে বিয়ে করেছেন হ্যাপি!

ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

হ্যাপি বাংলাদেশের শোবিজ অঙ্গনে বহুল আলোচিত এক নাম। যদিও তার কাজ নিয়ে কোনো আলোচনা নেই যতটা আলোচনা আছে তার আর ক্রিকেটার রুবেলের ব্যক্তি সম্পর্ককে ঘিরে। প্রায়ই হ্যাপি সংবাদের বিষয়বস্তু হন। আবার নতুন করে খবরের শিরোনামে আসলেন তিনি। শোনা যাচ্ছে হ্যাপি নাকি এক মাদ্রাসার শিক্ষককে বিয়ে করেছেন।

একটি গণমাধ্যমকে হ্যাপির বোন শারমিন আক্তার পপি বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে হ্যাপি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন অন্য কথা। তিনি জানান তার বিয়ে হয়নি। পাত্র পক্ষ তাকে দেখতে এসেছিল। কিন্তু হ্যাপির বোন জানিয়েছেন, ‘জী, সুন্নাত তরিকায় বিয়ে হয়েছে হ্যাপি আপুর।’

সোমবার রাতে মিরপুরের রুপনগরে বিয়ে হয় হ্যাপির।  বিয়ের পর আশেপাশের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মিষ্টি পাঠানো হয়। হ্যাপির বর মিরপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। বিয়ের সময় দুই পরিবারের একান্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button