বিনোদন

পাকিস্তানীদের সঙ্গে আর কাজ করবেন না করণ

ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বলিউডের সিনেমায় পাকিস্তানী শিল্পীদের অংশ নেয়ার পক্ষে থাকলেও অবস্থান পরিবর্তন করেছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক করণ জোহর।

সম্প্রতি এক ভিডিও বার্তায় করণ বলেন তার কাছে সবার আগে দেশ। দেশকে ভালোবেসে তিনি ভবিষ্যতে নিজের কোনো ছবিতে আর পাকিস্তানী শিল্পীদের নেবেন না।

বিষয়টি নিয়ে এত দিন চুপ থাকার কারণ হিসেবে ৪৪ বছর বয়সী এই নির্মাতা বলেন, ভারতের সেনাঘাঁটিতে হামলার ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত ছিলেন। তাই এত দিন কোনো মন্তব্য করেননি। তবে ভারতের সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আর কোনো দিন পাকিস্তানী তারকাদের সঙ্গে কাজ করবেন না।

এদিকে গুঞ্জন উঠেছে কয়েকদিন পরেই মুক্তি পেতে যাওয়া নিজের সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-কে বাঁচাতেই এই পথে হেঁটেছেন করণ। কারণ এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানী অভিনেতা ফাওয়াদ খান।

আর ফাওয়াদের এই কাজ নিয়ে প্রশ্ন তুলে সিনেমাটি বর্জনের ডাক দেয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) নামের ভারতের একটি রাজনৈতিক দল। সম্প্রতি ফাওয়াদের দৃশ্যগুলো সিনেমা থেকে বাদ দেয়ার দাবিতে করণ জোহরের কার্যালয়ও ঘেরাও করেছির দলটির নেতাকর্মী ও সমর্থকরা।

তখন এক সাক্ষাৎকারে করণ বলেছিলেন, ‘বলিউড থেকে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা কোনো সমাধান নয়।’

Show More

আরো সংবাদ...

Back to top button