
সব বর্ণের ত্বকের জন্য হিজাব ডিজাইন করেছেন হাবিবা দি সিলভা
ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
যুক্তরাজ্যের বার্মিংহামভিত্তিক ফ্যাশন ব্লগার হাবিবা দি সিলভা (ছবিতে মাঝখানে) সব ধরনের ত্বকের জন্য হিজাব ডিজাইন করেছেন। তার ফ্যাশন লাইন ‘স্কিন’ এর অধীনে চারটি ভিন্ন রংয়ে হিজাবগুলো ডিজাইন করেছেন তিনি। ভিন্ন ধরনের লোকদের এক মঞ্চে নিয়ে আসার ধারণায় উদ্বুদ্ধ হয়েই তিনি এই হিজাব ডিজাইনের কাজ করেন।
২২ বছর বয়সী হাবিবার আশা প্রকাশ করে বলেন, তার এই হিজাব কালেকশন শুধু সাদা বর্ণের মডেলদের দিয়ে বিজ্ঞাপন প্রচারকারী ব্র্যান্ডগুলোর পোশাক কেনার প্রবণতায় একটি ছেদ বিন্দুর সুচনা করবে। তিনি আরো বলেন, ”তার স্কার্ফগুলো যেকোনো ধর্মের নারী-পুরুষ উভয়ই পরতে পারবেন।”
তার ডিজাইনকৃত সবচেয়ে হালকা শেডের হিজাবটির নাম ‘জাফ্ফাহ’, আরবি ‘বিবাহযাত্রা’ শব্দগুচ্ছের প্রতিশব্দ। আর সবচেয়ে গাঢ় শেডের হিজাবটির নাম ‘আউরে’, হাউসা ভাষায় এর অর্থ ‘বিয়ে’।
‘আরুসাদ্দা’, উজ্বল ধূসর বর্ণ, সোমালি ভাষায় এর অর্থ ‘বর’, আর ‘রুখাস্তি’, উষ্ণ পিঙ্গল বর্ণ, উর্দু ভাষার এই শব্দটির অর্থ ‘বিদায় সংবর্ধনা’।
হাবিবার কলেকশনগুলোর থিম বিবাহের ধারণাকে ঘিরে আবর্তিত হয়েছে। আর এই বিবাহের ধারণা শুধু নারী-পুরুষের বন্ধনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং ভিন্ন ভিন্ন পটভূমি এবং ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে বন্ধনকেও বুঝায়।
”বিয়ে শব্দটি দিয়ে মূলত ভিন্ন ভিন্ন সত্ত্বাকে একত্রিত করার কাজকে বুঝায়। আর স্কিন ঠিক এই কাজটিই করছে।” নিজের ওয়েবসাইটে এমনটাই লিখেছেন হাবিবা দি সিলভা।