
মুরগি চুরির প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা!
ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
মুরগি চুরির প্রতিবাদ করায় অটোচালক ফিরোজ মোল্যাকে (৩৬) পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ফরিদপুর মেডেকিল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজের মৃত্যু হয় বলে জানা গেছে।
ফিরোজ মোল্যা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছোট-পাইককান্দি গ্রামে মোতাহার মোল্যার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে ফিরোজের বাড়ির মুরগির ঘর থেকে কয়েকটি মুরগি চুরি করে নিয়ে যায় একই গ্রামের ছোরাপ শেখের ছেলে মান্দার শেখ, ছিরু শেখের ছেলে হাসমত শেখ, হামের আলী শেখের ছেলে আহাদ শেখ, কুটি মিয়া শেখের ছেলে হায়দার শেখ ও আকরাম শেখসহ ৬-৭ জন বখাটে যুবক। এসময় ফিরোজ মোল্যা বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া করে।
ছোট-পাইককান্দি গ্রামের গফ্ফার মোল্যার বাড়ির সামনের পুকুরপাড়ে যাওয়ার পর মুরগি চোররা ক্ষিপ্ত হয়ে ফিরোজকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।
এসময় ফিরোজের আত্মচিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসে। আশঙ্কাজনক অবস্থায় ফিরোজকে উদ্ধার করে রাতেই নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আরও খারাপের দিকে গেলে বুধবার বিকালে ফিরোজকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজের মৃত্যু হয়।
সকালে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহের সময়, অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
নগরকান্দা থানার এসআই ফরহাদ হোসেন দৈনিক যুগান্তরকে বলেন, আমরা সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থলে এসেছি এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আমাদের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। তবে থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।