জাতীয়

বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলিসহ শরিফুল ইসলাম (২৬) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর সদস্যরা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে র‌্যাব ৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক শরিফুল উপজেলার চাররশিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামে অভিযান পরিচালনা করা হয়। পরে অস্ত্র কেনাবেচা করা সময় একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলিসহ শরিফুল ইসলামকে হাতে-নাতে আটক করা হয়।

এদিকে, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি নূরে আলম জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Show More

আরো সংবাদ...

Back to top button