
জাতীয়
প্রতিবন্ধীরা অক্ষম নয়: গওহর রিজভী
ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, প্রতিবন্ধীরা অক্ষম নয়- তারা আলাদা। তাদেরও জ্ঞান আছে, দক্ষতা আছে এবং শিক্ষা আছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসি,বি) আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬-এর সেমিনারে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে স্নায়ুবিক বৈকল্য নিয়ে কেউ পিছিয়ে থাকবে না শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। গওহর রিজভী বলেন, প্রতিবন্ধীদের বোঝাতে হবে কিভাবে তারা দক্ষ হতে পারে- সেসব নিয়ে আমাদেরই ভাবতে হবে। বর্তমানে প্রায় ৩০ লাখ স্নায়ুবিক বৈকল্যের রোগী রয়েছে। তাদেরও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।