
জাতীয়
চাল বিতরণে অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে
ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
১০ টাকা দামে চাল বিতরণে যে অনিয়ম হয়েছে তার বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
চাল বিতরণে ত্রুটি-বিচ্যুতি হচ্ছে স্বীকার করে নিয়ে তিনি বলেন, কিন্তু আমার এলাকায় অনিয়ম কম। ছাত্রলীগ-যুবলীগ অতটা খারাপ না। সব আবার খারাপ না। আমিও ছাত্রলীগ করে এসেছি। আমি ভাল মানুষ, বিশ্বাস করতে পারেন।
বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের অডিটোরিয়ামে আয়োজিত এক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খারাপ ভালো সব জায়গাতেই আছে। আমার এলাকাতে চাল বিতরণের অনিয়মের কোনো খবর পাইনি।