
জাতীয়
রাজধানীতে বিস্কুট খেয়ে দুই শিশু অসুস্থ, ঢামেকে ভর্তি
ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ায় বিস্কুট খেয়ে দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। বর্তমানে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছে।
অসুস্থ শিশুরা হলো- রাব্বি ও তার খালাতো বোন ইলমা।
অসুস্থ ইলমার মা আকলিমা জানান, সকালে দুই টাকা দিয়ে ফুটপাতের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায় রাব্বি ও ইলমা। এরপর তারা দু’জন অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি জানিয়েছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আয়েশা ইসলাম।
তিনি বলেন, শিশুদের পাকস্থলী পরীক্ষা করা হয়েছে। বর্তমানে তারা ভালো আছে বলেও জানান তিনি।