জাতীয়

পাবলিক বাসে নিষিদ্ধ হচ্ছে হকার

ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে রাজধানীর পাবলিক বাসে সব ধরনের হকার নিষিদ্ধ হচ্ছে। শিগগিরই এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বুধবার রাতে ডিবির হাতে অজ্ঞান পার্টির ১৯ জন সদস্য আটকের খবর জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আব্দুল বাতেন বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা বেশিরভাগ সময় হকার বেশে গাড়িতে উঠে থাকে। সেজন্য বাসে খাদ্যদ্রব্যসহ সব ধরনের পণ্য বিক্রি বন্ধ করা হচ্ছে। বাসে কোনো ধরনের হকারি করা যাবে না।

এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নিয়ে বাসের মালিক সমিতির সঙ্গে পুলিশ বৈঠকে বসবে বলেও জানান তিনি।

কোনো বাসে হকার যেন না উঠতে পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে উল্লেখ করে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন আরও বলেন, হকারের দৌরাত্ম্য রোধে নিয়মিত অভিযান চালাবে পুলিশ।

ঢাকা মহানগরসহ সারাদেশে যারা গাড়িতে চলাচল‍কারী যাত্রীদের হকারের কাছ থেকে খাবার কেনায় আরও সচেতনতা অবলম্বন করারও আহ্বান জানান আব্দুল বাতেন।

Show More

আরো সংবাদ...

Back to top button