রাজনীতি

সম্মেলনে বিএনপিকে দাওয়াত আওয়ামী লীগের

ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):    আওয়ামী লীগের ২০ তম কাউন্সিলের আমন্ত্রণ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস। সম্মেলনে মির্জা ফখরুলকেও উপস্থিত থাকার আমন্ত্রণ জানান তারা।

মৃণাল কান্তি দাস জানান, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবেই বিএনপিকে দাওয়াত দেয়া হয়েছে। তবে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলকে দাওয়াত দেয়া হবে না।

Show More

আরো সংবাদ...

Back to top button