
জামায়াতের নতুন আমির মকবুলের বিরুদ্ধে অনুসন্ধান হবে
ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
জামায়াতের নতুন আমির মকবুল আহমাদের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার (২০ অক্টোবর ) ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান প্রাথমিক অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার (১৭ অক্টোবর) নতুন আমির হিসেবে শপথ নেন মকবুল আহমাদ। এর আগে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামী গ্রেফতার হওয়ার পর থেকে ছয় বছর ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে ছিলেন তিনি।
নতুন আমির হিসেবে শপথ নেওয়ার পর গণমাধ্যমে তার বিরুদ্ধে ১৯৭১ সালে ফেনী জেলার বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকার সংবাদ প্রকাশিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে হান্নান খান বলেন, ‘হি ওয়াজ এ রাজাকার। আমরা তার বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান করবো। এখন এর চেয়ে আর বেশি কিছু বলবো না’।