রাজনীতি

৭ অথবা ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি

ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ অথবা ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি। এ ব্যাপারে সরকারের সহযোগিতা চেয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাবেশের কথা জানান।

মির্জা ফখরুল বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমাদের সবচেয়ে বড় কর্মসূচি, ৭ অথবা ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। কর্তৃপক্ষের কাছে দুই দিনের যেকোনো এক দিনের জন্য চাই।

তিনি বলেন, আমরা আশা করব, আওয়ামী লীগ যেভাবে দলীয় কর্মসূচি পালন করছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। আমরা ন্যূনতম জনসভা করার অধিকার পাব, সেটার জন্য তারা আমাদের সহযোগিতা।

Show More

আরো সংবাদ...

Back to top button