
শার্শায় নবজাতক উদ্ধার
ঢাকা, ২১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার থেকে একটি নবজাতক (মেয়ে শিশু) উদ্ধার হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার বাগআঁচড়া বাজারের আব্দুল ওদুতের বাড়ির সিঁড়ির নিচ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। স্থানীয়দের সেবায় নবজাতকটি সুস্থ আছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, বাগআঁচড়া গ্রামের বাসিন্দা আহসান হাবিব ওই সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে দেখতে পান আব্দুল ওদুতের বাড়ির সিঁড়ির নিচে একটি নবজাতক কাঁদছে। এসময় তিনি আশপাশে খোঁজ করে নবজাতকটির কোনো অভিভাবক না পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখেন।
বাগআঁচড়া আট নম্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াজ কবীর বকুল বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে, মেয়ে হওয়ায় নবজাতকটিকে তার স্বজনরা ফেলে রেখে গেছে। নবজাতকটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপাতত আহসান হাবিবের কাছে থাকবে বলেও জানান তিনি।