
জাতীয়
স্বরূপকাঠিতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা, ২১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
পিরোজপুরের স্বরূপকাঠিতে একশ’ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল কৃষ্ণ ও শাহাবউদ্দিন এবং উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. মোজাম্মেল ও হুমায়ুনের নেতৃত্বে উপজেলার পূর্ব সোহাগদলের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় ওই এলাকার ফজলুল হকের ছেলে মাদক ব্যবসায়ী নাইমুল ইসলাম সবুজ (২২), সবুজের স্ত্রী শান্তা বেগম (১৯) ও সুবোদ শীলের ছেলে কৃষ্ণ শীলকে (২৪) একশ’ ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে যায়।
শুক্রবার নিয়মিত মামলা দায়ের করে তাদের কোর্টে প্রেরণ করা হয়।
উল্লেখ্য এর আগেও গ্রেফতাকৃতরা মাদকসহ আটক হয়েছিলেন। পরে জামিন পেয়ে জেল থেকে বের হয়ে পুনরায় তারা মাদক ব্যবসা চালিয়ে আসছিল।