
আন্তর্জাতিক
কিরকুকে ভবনে অস্ত্রধারীর হামলা, নিহত ১৬
ঢাকা, ২১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
ইরাকের কুর্দি-অধ্যুষিত কিরকুক শহরের একটি ভবনে হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২১ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় এক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবামাধ্যমগুলো।
প্রাথমিকভাবে এ হামলার ঘটনায় দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী বা জঙ্গি সংগঠন।
স্থানীয় মেয়র আবদুল্লাহ নুরুদ্দিন আল-সালেহি জানান, স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টার দিকে কিরকুকের দিবিস এলাকার কাছে অবস্থিত একটি পাওয়ার প্লান্টে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় অন্তত তিনজন হামলাকারী অংশ নেয়।