আন্তর্জাতিক

হিলারি-ট্রাম্পের নৈশভোজে দুস্থ শিশুদের ৬ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ

ঢাকা, ২১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট ও রিপাবলিকান দলের দুই প্রার্থীর সম্মানে বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের আলফ্রেড ই স্মিথ ফাউন্ডেশনের আয়োজনে অ্যাষ্টোরিয়ার ওয়াল্ড্রোফ হোটেলে এক নৈশ্যভোজে অংশ নিয়ে আবারো হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে বিষোদাগার করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনান্ড ট্রাম্প। তিনি হিলারিকে অসৎ ও দুর্নীতিবাজ উল্লেখ করে বলেন, মার্কিন আইনের ফাঁক ফোকর দিয়ে হিলারি প্রেসিডেন্ট নির্বাচন করার সুযোগ পেয়েছেন তা নাহলে ইমেইল  ও মোবাইল রেকর্ড মুছে ফেলার দায়ে তাঁকে এতদিন জেলে থাকতে হতো। তিনি বলেন হিলারি ক্যাথলিক সম্প্রদায়ের সঙ্গে আছেন এমন একটা ভাব দেখান। প্রতি চার বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের বিতর্কের পর এ নৈশ্যভোজের আয়োজন করা হয়ে থাকে, যা অত্যন্ত আনন্দ ও কৌতুহলে ভরা থাকে। প্রার্থীরা একে অপরকে নিয়ে নানা ধরনের রশিকতা করে থাকেন। এবারো তার কোন ব্যতিক্রম হয়নি। পুরো নৈশ্যভোজের আয়োজনে ছিল নানা ধরনের কৌতুক ও রশিকতায় ভরপুর। এ নৈশ্যভোজের অনুষ্ঠানে গরীব ও দুস্থ শিশুদের জন্য ৬ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে বলে আয়োজক স্মিথ ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button