
ট্রাম্পের বক্তব্য বিপজ্জনক: ওবামা
ঢাকা, ২১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, নির্বাচনে পরাজিত হলে ফলাফল মেনে নেবেন না বলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য খুবই ‘বিপজ্জনক’।
মায়ামিতে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে নির্বাচনী প্ররাচণায় গিয়ে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
ওবামা বলেন, ট্রাম্পের এ ধরনের মানসিকতা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকেই হেয় করেছে। বুধবার এক টেলিভিশন বিতর্কে ট্রাম্প বলেছেন, কেবলমাত্র বিজয়ী হলেই তিনি নির্বাচনের ফলাফল মেনে নেবেন।
ওবামা বলেন, নির্বাচনের ফল যাই আসুক, আমাদের মেনে নেয়া উচিৎ। ট্রাম্পের উল্টাপাল্টা কথাবার্তা সাধারণ মানুষের মনে নির্বাচন নিয়ে সন্দেহের বীজ বপণ করছে এবং যুক্তরাষ্ট্রের শত্রুদের উসকে দিচ্ছে।
ওহাইও অঙ্গরাজ্যে গত মঙ্গলবার এক জনসভাতেও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি মার্কিন জনগণের কাছে, আমার সমর্থক এবং ভোটারদের কথা দিচ্ছি- নির্বাচনে জিতলেই কেবল ফলাফল মেনে নেব।
রিপাবলিকান দলের অনেক শীর্ষ নেতাও ট্রাম্পের এ ধরনের আচরণে বিরক্ত। আট বছর আগে ওবামার কাছে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত রিপাবলিকান দলের বর্তমান সিনেটর জন ম্যাককেইন বলেন, ফলাফল মেনে নেয়া শুধু উদারতাই নয়, মার্কিন জনগণের মতামতকেও শ্রদ্ধা করা। আর এটাই হচ্ছে একজন মার্কিন নেতার প্রধান কর্তব্য।
ফার্স্ট লেডি মিশেল ওবামাও চটেছেন ট্রাম্পের ওই মন্তব্যে। তিনি বলেছেন, ‘আপনি (ট্রাম্প) মার্কিন গণতন্ত্রকে বাধাগ্রস্থ করতে পারেন না।’