
চট্টগ্রামে রিভিউর বিশ্ব রেকর্ড!
ঢাকা, ২১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের ইনিংসে ছিল রিভিউর ছড়াছড়ি। ক্রিকেট পরিসংখ্যানের ওয়েবসাইট ক্রিকইনফো বলছে, এখানেই হয়ে গেছে এক ইনিংসে সর্বোচ্চ রিভিউ নেওয়ার বিশ্ব রেকর্ড! ১০বার রিভিউ নেওয়া হয়েছে এই ইনিংসে।
অভিষেকে মেহেদী হাসান মিরাজের ষষ্ঠ শিকার হয়েছেন স্টুয়ার্ট ব্রড। সেই সাথে ২৯৩ রানে প্রথম ইনিংসে অল আউট হয়েছে ইংল্যান্ড। শুক্রবার ব্রডও অবশ্য স্বাভাবিক উপায়ে বিদায় নেননি। আম্পায়ার নট আউট দিলেও রিভিউর মাধ্যমে হয়েছে নিষ্পত্তি। পুরো খেলায় বাংলাদেশ রিভিউতে সফল হয়েছে কমই।
বৃহস্পতিবার সাকিব আল হাসান পুড়েছিলেন এই রিভিউর আগুনে। লাঞ্চের আগে ও পরে তার ৬ বলের মধ্যে তিনবার মঈন আলিকে আউট দিয়েছিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। কিন্তু প্রতিবার রিভিউ নিয়ে নট আউট থেকে গেছেন মঈন। প্রথম দিনে নেওয়া ৭ রিভিউর ৫টি ছিল মঈনের। দ্বিতীয় দিনের সকালে আরো ৩টি রিভিউ নেওয়া হয়। এই ১০ রিভিউর ৮টি গেছে ইংল্যান্ডের পক্ষে।