
খেলাধুলা
মেসি: দ্য কিং অব দ্য হ্যাটট্রিক
ঢাকা, ২১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
চোট থেকে ফিরেই আগ্রাসী আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
বুধবার রাতে ম্যানচেস্টার সিটির বিপরীতে হ্যাটট্রিকের মাধ্যমে রেকর্ড গড়লেন তিনি।
ম্যানসিটির বিপক্ষে হ্যাটট্রিকের কারণে চ্যাম্পিয়নস লীগে এখন সবচেয়ে বেশি সাতটি হ্যাটট্রিকের মালিক মেসি।
আর ইতিহাস সৃষ্টিকারী বড় বিষয় হল, চ্যাম্পিয়নস লীগে ঘরের মাঠে সবচেয়ে বেশি ৫০ গোল করার নতুন রেকর্ড এই আর্জেন্টাইন জাদুকরের।
মেসি ভেঙে দিয়েছেন রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেসের ৪৯ গোলের রেকর্ড।
সব মিলিয়ে অবশ্য চ্যাম্পিয়ন্স লীগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (৯৫) বেশ পেছনে মেসি (৮৯)।
তবে রোনাল্ডোর রেকর্ড হুমকির মুখে পড়ে গেছে। এবার চ্যাম্পিয়ন্স লীগে মাত্র দুই ম্যাচ খেলে দু’টিতেই হ্যাটট্রিক করেছেন মেসি।