বিজ্ঞান ও প্রযুক্তি

মহাকাশ গবেষণা কেন্দ্রে পৌঁছেছে চীনা দুই নভোচারী

ঢাকা, ২১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

চীনের দুই নভোচারী বুধবার এই প্রথমবারের মতো দেশটির নতুন মহাকাশ গবেষণা কেন্দ্রে প্রবেশ করেছেন।
মহাকাশে নিজস্ব স্টেশন তৈরীর লক্ষ্যে কাজ করে যাচ্ছে চীন।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, মিশন কমান্ডার জিং হাইপেং তিয়ানগং-২(স্বর্গীয় প্রাসাদ)নামের গবেষণা কেন্দ্রে প্রথম প্রবেশ করেন। এর পর সেখানে প্রবেশ করেন চেন দং।

বার্তা সংস্থা জানায়, এই দুই নভোচারী সেখান থেকে দেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানান।
তারা সেখানে ৩০ দিন অবস্থান করবেন। মহাকাশে এটি হবে চীনা নভোচারীদের সবচেয়ে দীর্ঘতম অবস্থান। সেখান থেকে পৃথিবীতে ফিরে আসার আগে তারা কক্ষপথে অনেক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।

তিয়ানগং-২ গবেষণাগারের কার্যক্রম সেপ্টেম্বরে শুরু হয়। এটির অবস্থান পৃথিবীর ৩৯৩ কিলোমিটার উপরে। খবর সিনহুয়ার।
উল্লেখ্য, চীন তাদের সামরিক বাহিনী পরিচালিত মহাকাশ কর্মসূচিতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করছে।

Show More

আরো সংবাদ...

Back to top button