রাজনীতি

রেজাউল করিম গ্রেফতারে ফখরুলের নিন্দা

ঢাকা, ২১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

ফখরুল বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী দেশের বিরোধী নেতাদের মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে গ্রেফতারের মাধ্যমে নির্যাতন নিপীড়নের পন্থা অবলম্বন করেছে। এর একমাত্র লক্ষ্যই হচ্ছে দেশকে বিরোধী দলশুন্য করে আওয়ামী শাসন দীর্ঘায়িত করা।

এটি নিঃসন্দেহে দেশের বিরোধী রাজনৈতিক নেতাদেরকে মানসিক ও রাজনৈতিকভাবে পর্যুদস্ত করার জন্য সরকারের ধারাবাহিক কুটকৌশল।

অবিলম্বে ওই বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা বানোয়াট, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান ফখরুল।

Show More

আরো সংবাদ...

Back to top button