
আইএস জঙ্গি সন্দেহে যুবককে গুলি করে হত্যা
ঢাকা, ২১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
আইএস জঙ্গি সন্দেহে ইন্দোনেশিয়ায় এক যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ।
পুলিশের অভিযোগ, বৃহস্পতিবার সকালে জাকার্তার উপকণ্ঠে ছুরি ও পাইপ বোমা নিয়ে এক পুলিশ অফিসারের উপর হামলা চালায় ওই দুষ্কৃতীকারী। তার জেরেই গুলি করে মারা হয় তাকে।
জাকার্তা পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এ দিন তাঙ্গেরাঙ্গ শহরে প্রকাশ্য রাস্তায় এক পুলিশ কর্মকর্তাকে ওই হামলাকারী ব্যাগ থেকে ছুরি বের করে এলোপাথারি কোপাতে থাকে। অস্ত্র হাতে ধাওয়া করে অন্য পুলিশ সদস্যদেরও। এতে আহত হন তিন পুলিশ অফিসার।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, পুলিশকে লক্ষ্য করে দুটি পাইপ বোমা ছোড়ে ওই যুবক। যদিও সেখানে বিস্ফোরণ হয়নি।
পুলিশ সূত্রের খবর, স্থানীয় এক ট্রাফিক পুলিশ পোস্টে আইএসের প্রতীক লাগানো স্টিকার লাগিয়ে দেয় ওই হামলাকারী। এর পরেই পাল্টা গুলি চালায় পুলিশ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের।
পুলিশ জানিয়েছে, হামলাকারী ২১ বছরের সুলতান আজিয়ানজা স্থানীয় একটি কট্টরপন্থী সংগঠনের সদস্য। পুলিশের ওপর কট্টরপন্থীদের হামলা ইন্দোনেশিয়ায় নতুন কিছু নয়।
জাকার্তায় এক পুলিশ কর্মকর্তার উপর জানুয়ারিতে হামলা চালায় আত্মঘাতী জঙ্গিরা। ওই ঘটনায় মৃত্যু হয় ৪ সাধারণ নাগরিক ও ৪ জঙ্গির। পরে হামলার দায় স্বীকার করে আইএস জঙ্গিরা।