আইন ও আদালত

কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি পল গ্রেফতার

ঢাকা, ২১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

হরতালে বোমা হামলা, নাশকতা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি রেজাউল কবির পলকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ মডেল টাউন আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এম সাইদুজ্জামান বাচ্চু জানান, বিএনপি নেতা রেজাউল কবির পল’র বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি এবং সভার থানায় দুইটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনসারী জিন্নৎ আলী বলেন, বিএনপি নেতা রেজাউল কবির পলকে আদালতে পাঠানো হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button