খেলাধুলা

৪৫ রানে পিছিয়ে থেকে অল আউট বাংলাদেশ

ঢাকা, ২১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): ব্যাটিংয়ে দ্বিতীয় দিন বেশ ভালভাবে কাটালেও তৃতীয় দিন প্রথম সেশনে ৪৫ রানে পিছিয়ে থেকে অল আউট হয়ে গেল বাংলাদেশ। দ্বিতীয় দিন ২২১ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় দিন প্রথম সেশনে মাত্র ২৭ রান যোগ করে ৫ উইকেট হারায়।
তৃতীয় দিনের শুরুতে কোন রান যোগ না করে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। এরপর কিছু রান যোগ করেই দ্রুত সাজঘরে ফেরেন শফিউল ইসলাম ও মেহদী হাসান মিরাজ।
অন্যদিকে ভাল স্কোরের আশা জাগিয়েও শেষ পর্যন্ত মাত্র ১৯ রানে সাজঘরে ফেরেন সাব্বির রহমান। বেন স্টোকস বলে অ্যালিস্টার কুকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাব্বির। বেন স্টোকসের চতুর্থ শিকার হয়ে বোল্ড হন কামরুল ইসলাম রাব্বি। সেই সঙ্গে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। তৃতীয়দিনের প্রথম সেশন শেষে ৪৫ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে ইংল্যান্ড।
Show More

আরো সংবাদ...

Back to top button