
খুলনায় বিনিয়োগকারীদের আইল্যান্ড সিকিউরিটিজের প্রশিক্ষণ
ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে টেকনিক্যাল অ্যানালাইসিস প্রশিক্ষণ কর্মশালা করেছে আইল্যান্ড সিকিউরিটিজ হাউজ।
শনিবার (২২ অক্টোবর) দিনব্যাপী আইল্যান্ড সিকিউরিটিজ হাউজের খুলনা শাখার আয়োজনে বিনামূল্যে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অর্ধশতক বিনিয়োগকারী প্রশিক্ষণ নেন।
আইল্যান্ড সিকিউরিটিজ হাউজের হেড অব কমপ্লিয়েন্স কাজী রাকিবুল হক ও ইনচার্জ (বিজনেস প্রমোশন) মো. শাইফ উদ্দিন ভূঁইয়া সোহেল বিনিয়োগকারীদের প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষকরা বিনিয়োগকারীদের বেসিক, ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস করার ক্ষেত্রে প্রাথমিক ধারণা দেন।
প্রশিক্ষণ শেষে কাজী রাকিবুল হক বলেন, শুধু খবরের ওপর নির্ভর না করে কিছু বিশ্লেষণভিত্তিক জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে বিনিয়োগকারীদের। বাজারের মুভমেন্ট বুঝতে পারলে সিদ্ধান্ত নিতে অনেক সহজ হবে তাদের।
তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়ন চাইলে বিনিয়োগকারীদের জ্ঞানগত উন্নয়ন থাকতে হবে। আইল্যান্ড সিকিউরিটিজ সেই কাজটি করে যাচ্ছে।
উৎকৃষ্ট ও আন্তরিক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীর পাশে থাকবে বলেও জানান তিনি।
কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইল্যান্ড সিকিউরিটিজ হাউজের খুলনা শাখা ব্যবস্থাপক তাপস কুমার সাহা।
তিনি বলেন, আজকের এ টেকনিক্যাল অ্যানালাইসিস প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো বিনিয়োগকারীকে পুঁজিবাজার সম্পর্কে সচেতন করা। তাদের লাভবান করা। টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পূর্ণই হলো, ক্যালকুলেশন বা হিসাব। টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারা যায় প্রাইস মুভমেন্টের সম্ভাবনা।
তিনি জানান, একটি কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারী হিসেবে নূন্যতম কতোটুকু বিশ্লেষণ করার প্রয়োজন তা তুলে ধরা হয় এ প্রশিক্ষণে।