জাতীয়

ইউএনডিপি বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী

ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে সুদীপ্ত মুখার্জী নিযুক্ত হয়েছেন। আগামীকাল রোববার তিনি কাজে যোগদান করতে ঢাকায় আসবেন।

আন্তর্জাতিক উন্নয়ন অঙ্গনে স্থগিত ও নগর পরিকল্পনাবিদ হিসেবে সুদীপ্ত মুখার্জীর রয়েছে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা। জাতিসংঘে যোগ দেওয়ার আগে তিনি ভারত সরকার এবং যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে (ডিএফআইডি) কর্মরত ছিলেন।

বাংলাদেশে যোগদানের আগে তিনি ইউএনডিপি সিয়েরালিওনের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইউএনডিপির ইরাক কার্যালয়ে কর্মরত ছিলেন।

টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে তিনি সরকার, দেশের জনগণ এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজের মাধ্যমে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

Show More

আরো সংবাদ...

Back to top button