জেলার সংবাদ

প্রথম শ্রেণির ছাত্রকে পিটিয়ে আহত করেছেন শিক্ষক

ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী ফজলে রাব্বিকে (৭) প্রধান শিক্ষক জসিম উদ্দিন পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত রাব্বিকে শনিবার বিকেলে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে রাব্বির পিতা আবদুল মতিন অভিযোগ করেন, প্রতিদিনের মতো শনিবার তার পুত্র রাব্বি বিদ্যালয়ে যায়। ক্লাস থেকে বের হয়ে বাইরে চলাফেরার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন তাকে বেত দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় রাব্বি, অয়ন ও রাশেদ নামের আরও ২ ছাত্রকে প্রধান শিক্ষক মারধর করেন বলে অভিযোগ করেন রাব্বির বাবা।

তিনি বলেন, পরে বাড়িতে গিয়ে রাব্বি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ডাক্তার জামাল উদ্দিন কাছে নিয়ে যাওয়া হয়। পরে ডাক্তার শিশুটি সদর হাসপাতালের ভর্তি করার পরামর্শ দেন।

সদর হাসপাতালে রাব্বি সাংবাদিকদের জানান, ‘ক্লাস থেকে বের হওয়ার অপরাধে প্রধান শিক্ষক আমাকে বেত দিয়ে পিটিয়েছেন’।

অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে দক্ষিণ গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন জানান, ক্লাসের বাইরে দুষ্টুমি করার সময় ভুলবশত রাব্বির গায়ে হালকা আঘাত লাগে।

তিনি দাবি করেন, ‘আঘাত এত বড় আকারে ধারণ করবে বুঝতে পারিনি’।

Show More

আরো সংবাদ...

Back to top button