
জেলার সংবাদ
জুরাইনে গ্যাসের চুলা বিস্ফোরণে ৪ জন দগ্ধ
ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
রাজধানীর জুরাইনের একটি বাসায় গ্যাসের চুলার আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- মো. আজাদ (৫০), তার স্ত্রী জেসমিন বেগম (৪০), ছেলে রনি (১০) ও ভাতিজি শারমিন (২৫)।
শনিবার সকাল পৌনে ৭টার দিকে জুরাইনের পোস্তগোলার মোজাফ্ফরের বাসায় এ দুর্ঘটনা ঘটে।
ঢামেকে চিকিৎসাধীন আহত জেসমিন জানায়, রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালান তিনি। এসময় চুলার লাইনে বিস্ফোরণ ঘটে বাসায় আগুন ধরে যায়।
প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে আজাদের অবস্থা আশঙ্কাজনক।
তবে কার শরীরের কতো অংশ দগ্ধ হয়েছেন প্রাথমিকভাবে তা নিশ্চিত করেননি তিনি।