রাজনীতি

যে কারণে কাউন্সিলে যায়নি বিএনপি

ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণ ও নেতাকর্মীদের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় বিএনপি আওয়ামী লীগের সম্মেলনে অংশ নেয়নি বলে জানিয়েছেন দলটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আযাদ।

শনিবার সন্ধ্যায় কাউন্সিলে না যাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাজনৈতিক সৌহার্দ্য অনুযায়ী আওয়ামী লীগের আমন্ত্রণপত্র গ্রহণ করলেও বিএনপির গণতান্ত্রিক অধিকারে সরকার হস্তক্ষেপ করায় আরো বেশি মর্মাহত করেছে।

তিনি আরো বলেন, আজকে আওয়ামী লীগ এতো জাঁকজমকপূর্ণ কাউন্সিল করছে অথচ বিএনপিকে একই স্থানে সম্মেলন করতে দেয়া হয়নি।

বিএনপির উদীয়মান এই নেতা বলেন, সম্পূর্ণ প্রশাসনের সহায়তায় তারা সম্মেলন করছে। আইজিপি বলেছেন, ১০ হাজার পুলিশ-র‌্যাব নিয়োজিত থাকবে অথচ বিএনপির এতো কিছুই লাগত না। এরপরও বিএনপিকে অনুমতি দেয়া হয়নি।

Show More

আরো সংবাদ...

Back to top button