রাজনীতি

যুবদল নেতা আবদুল কাদেরের মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল কাদেরের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ অক্টোবর) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী আবদুল কাদের ফুলবাড়ী উপজেলা যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা এলাকার নেতাকর্মীরা কোনোদিন ভুলবে না।

এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

অপর এক শোকবার্তায় আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

উল্লেখ্য, শুক্রবার (২১ অক্টোবর) ফুলবাড়ী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল কাদের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।

Show More

আরো সংবাদ...

Back to top button