
রিমান্ড শেষে কারাগারে জেএমবি নারী সদস্য
ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
তিন দিনের রিমান্ড শেষে সিরাজগঞ্জে জেএমবি’র আত্মঘাতী স্কোয়াডের নারী সদস্য আছিয়া খাতুন আকলিমাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার সকালে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শুক্রবার রাতে জেএমবির এই নারী সদস্যের তিনদিনের রিমান্ড শেষ হয়। পরে আজ সকালে পুলিশ তাকে আদালতে হাজির করালে আদালত তাকে কারাগারে পাঠান।
সিরাজগঞ্জ সদর ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার সদর উপজেলার কড্ডার মোড় থেকে জেএমবি’র আত্মঘাতী স্কোয়াডের নারী সদস্য আছিয়া খাতুন আকলিমাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নেয় ডিবি।
আটককৃত জেএমবি’র আত্মঘাতী স্কোয়াডের এই নারী সদস্য কাজিপুর উপজেলার পশ্চিম বড়ইতলা গ্রামের আব্দুল আজিজের মেয়ে ও সম্প্রতি পুলিশের যৌথ অভিযানে গাজীপুরের পাতারটেকে নিহত জেএমবি’র ঢাকা অঞ্চলের সামরিক কমান্ডার ফরিদুল ইসলাম আকাশের ঘনিষ্ঠ সহচর।
কাজিপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার (মামলা নং ৮৬/১৬) এজাহারভূক্ত আসামি আছিয়া খাতুন আকলিমা। এই মামলায় তাকে রিমান্ডে নেয় ডিবি পুলিশ।