রাজনীতি

আওয়ামী লীগের কাউন্সিলে জয়’র যোগদান

ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই প্রথমবারের মতো আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২০তম জাতীয় কাউন্সিলে যোগ দিয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জয় আজ বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আওয়ামী লীগের কাউন্সিল স্থলে এসে পৌঁছেন। এখানেই তার নানা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন। ১৯৭১ সালে পাকিস্তানের সৈন্যরাও এখানে আত্মসমর্পণ করেছিল। দলের নেতাদের অনুরোধে তিনি মঞ্চে গিয়ে বসেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন।
জয় রংপুর জেলার কাউন্সিলর হিসেবে আগামীকাল রোববার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে দলের কাউন্সিল অধিবেশনে যোগ দেবেন।

Show More

আরো সংবাদ...

Back to top button