বিজ্ঞান ও প্রযুক্তি

ফোনের পাশাপাশি সেলফি স্টিকও হচ্ছে স্মার্ট

ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ড্রোন এবং ক্যামেরা স্ট্যাবিলাইজেশন স্পেশালিস্ট কম্পানি ডিজেআই নিয়ে এল স্মার্ট সেলফি স্টিক অসমো মোবাইল হ্যান্ডস। আপনার স্মার্ট ফোনে যদি ফ্রন্ট ক্যামেরা থাকে আর আপনি যদি সেলফি তুলতে খুবই ভালবাসেন, তাহলে এই গ্যাজেটটি আপনার জন্য আদর্শ।

শুধুমাত্র স্টিল ছবিই নয়, মোবাইলের ইমেজ কোয়ালিটি যদি খুব ভাল হয় তাহলে আপনার ফোনে শ্যুট করতে পারবেন কোনও ইভেন্টও। এই সেলফি স্টিকের নতুন প্রযুক্তির ফলে এটি সাম্প্রতিককালের ভিডিও কোয়ালিটিকে অনেকটাই উন্নত করেছে।

এটি একটি ব্যাটারিচালিত গ্যাজেট। একবার চার্জ দিলে প্রায় সাড়ে চার ঘণ্টা ব্যাটারি চার্জ থাকবে। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন মাপের এক্সটেনশন। সেলফি স্টিকের পাশাপাশি অসমো মোবাইল লাগানো যাবে ট্রাইপডেও।

একেবারে ডিএসএলআর ক্যামেরার মতোই শ্যুটিং করা যাবে এই সেলফি স্টিকের সাহায্যে। শুধু তাই নয় এর সঙ্গে রয়েছে একটি ‘বেস’ যাতে মোবাইলটি টেবিলে রেখে ভিডিও কলও করা যাবে। দাম প্রায় ২০,০০০ টাকার কাছাকাছি।

Show More

আরো সংবাদ...

Back to top button