আইন ও আদালত

আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ ৩০ অক্টোবর

ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামী ৩০ অক্টোবর রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার (জেনারেল) সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট  আইনজীবী সমিতির (বার) সভাপতি, সম্পাদক ও বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আমন্ত্রিত সবাইকে উপস্থিত থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের মূল ভবনের ভেতরে লনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

গত ৯ সেপ্টেম্বর থেকে সরকারি ছুটি ও অবকাশকালীন ছুটিতে রয়েছে সুপ্রিম কোর্ট। যা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চে বিচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামী ২৭ অক্টোবর সুপ্রিম কোর্টের সব বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ২৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সব বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির এ অভিভাষণ অনুষ্ঠান হবে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ এই তথ্য জানান। তিনি বলেন, ইতোমধ্যে সকল বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদেরই অনুষ্ঠানে উপস্থিত থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে। প্রধান বিচারপতির এ সংক্রান্ত অনুষ্ঠানসূচির বিজ্ঞাপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button