খেলাধুলা

আ’লীগের সম্মেলনে তাসকিন-মুস্তাফিজ

ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে দেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। সম্মেলনের প্রথমদিনে সেখানে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট দলের দুই তরুণ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের সঙ্গে সম্মেলনস্থলে প্রবেশ করেন তারা। নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জের এমপি।

বাংলাদেশ ক্রিকেট দল এখন চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও টেস্টে দলে নেই তাসকিন। আর মুস্তাফিজুর রহমান ইনজুরির কারণে পুরো সিরিজেই নেই। অবসরের এই সময়ে আমন্ত্রণ পেয়ে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন তারা।

প্রসঙ্গত, শনিবার সকাল ১০টার একটু পরই সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করেন।

তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীদের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। বিদেশ থেকে আসা অতিথিরাও সম্মেলনে যোগ দেন।

Show More

আরো সংবাদ...

Back to top button