
আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দম্পতি দগ্ধ
ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার মোবাইল ফোন বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে তাদেরকে উদ্ধার করে প্রথম গণস্বাস্থ্য কেন্দ্র, পরে অবস্থার অবনতি হলে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি কখন ঘটেছে তা সঠিকভাবে জানা যায়নি।
দগ্ধ দম্পতির গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী থানার রুইয়ের নাগ গ্রামে। তারা দুজনেই আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার চাঁন মিয়ার ভাড়া বাসায় থাকেন। এবং জাফর মিয়া সিকিউরিটি গার্ড ও তার স্ত্রী দুলালি বেগম পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিল বলে জানা গেছে।
দগ্ধ জাফরের স্বজনরা ও বাড়ির মালিকের ভাতিজা মো. আলী জানান, সকালের দিকে জাফর মিয়া মোবাইল ফোনে চার্জারে সংযোগ দিয়ে কথা বলছিলেন। এ সময় মোবাইল ফোনটির বিস্ফোরণে জাফর ও ঘরে থাকা তার দুলালী বেগম দগ্ধ হয়। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে গণস্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।