
আকস্মিক সফরে ইরাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে মসুলকে মুক্ত করতে ইরাকি সেনাবাহিনীর অভিযানের অগ্রগতি দেখতে সেখানে আকস্মিক সফরে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। গত ছয়দিন ধরে মসুল পুনর্দখলে অভিযান চালিয়ে আসছে সেনা ও কুর্দি বাহিনী।
দেশটির সরকারি বাহিনী কারাকোশ শহর দখলের পর সেখানে তাদের পতাকা তুলেছে। কিন্তু ইসলামিক স্টেটের দিক থেকে ইরাকি এবং কুর্দি বাহিনীকে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে বলে জানা যাচ্ছে।
ইরাকের মসুল শহর পুনর্দখলের জন্য দুদিক থেকে অভিযান চালানো হচ্ছে। শহরটি দক্ষিণ দিক থেকে ইসলামিক স্টেট অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে ইরাকের সরকারি বাহিনী। এ ছাড়া পূর্বদিক থেকে অগ্রসব হচ্ছে কুর্দি পেশমার্গা যোদ্ধারা।
ইতোমধ্যে মসুলের ২০ মাইল দক্ষিণে কারাকোশ শহরে ঢুকেছে ইরাকি বাহিনী। সেখানে তারাইরাকি পতাকাও উড়িয়েছে। তবে শহরটি প্রায় জনশূন্য। এখান থেকে মসুলের দিকে যাওয়ার পথে মাইন পেতে রেখেছে আইএস জঙ্গিরা। আত্মঘাতী হামলাও চালাচ্ছে আইএস।
ইরাকে এখন ৪ হাজার ৮০০’রও বেশি মার্কিন সেনা রয়েছে এবং মার্কিন সেনা কর্মকর্তারা মসুল অভিযানে সক্রিয়ভাবে সহায়তা করছেন। বিবিসির বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টারের ইরাক সফরের লক্ষ্য হচ্ছে তুরস্ক; যাতে মসুল অভিযানে একটা ভূমিকা রাখতে পারে তার ব্যবস্থা করা। কার্টার ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি ও সামরিক কমান্ডারদের সাথেও বৈঠক করবেন।
কার্টার এর আগে আঙ্কারায় তুরস্কের নেতাদের সাথে এক বৈঠক করেছেন। কয়েকদিন আগেই তুরস্ক বলেছে, ইরাকের এই অভিযানে তারাও শামিল হতে চায়। তবে তুরস্কের অংশগ্রহণ নিয়ে ইরাকের উদ্বেগ রয়েছে। গত বছর উত্তর ইরাকের একটি ঘাঁটিতে সুন্নি মুসলিম যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে শুরু করেছিল শত শত তুর্কি সৈন্য। এর পর থেকে ইরাক ও তুরস্কের মতপার্থক্য সবার নজরে আসে।
মসুল পুনর্দখলের অভিযান নিয়ে সুন্নি তুর্কিদের ভয় রয়েছে যে, এর নেতৃত্বে আছে শিয়া মুসলিম এবং কুর্দিরা। অন্যদিকে তুর্কি সেনাবাহিনী উপস্থিতি নিয়ে ইতোমধ্যে বাগদাদে উগ্র শিয়ারা বিক্ষোভও করেছে। তুরস্কের অভিযোগ, সিরিয়া এবং ইরাকের কুর্দি যোদ্ধাদের সাথে তুরস্কের কুর্দি জঙ্গি পিকেকের সম্পর্ক আছে।