আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ‘হালাল’ করতে বদলানো হবে হটডগের নাম

ঢাকা, ২২ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

মুসলিম অধ্যুষিত মালয়েশিয়ার হোটেল-রেস্টুরেন্ট ‘হটডগ’এর নাম না বদলালে, হালাল সার্টিফিকেট পাওয়া যাবে না৷জানিয়ে দিয়েছে সে দেশের ধর্ম সংক্রান্ত সরকারি বিভাগ৷ দৃশ্যত বিদেশ থেকে আগত মুসলিম টুরিস্টরা অভিযোগ করেছিলেন হটডগ নিয়ে৷
ইসলামি উন্নয়ন বিভাগ নামের সরকারি আফিসটির হালাল ডিভিশনের পরিচালক সিরাজুদ্দিন সুহাইমি বলেছেন, ‘‘যেসব হালাল পণ্য ক্রেতাদের দ্বিধায় ফেলে, সেগুলি আমরা বদলাতে বাধ্য৷ ইসলামে কুকুর প্রাণীটিকে নাপাক বলে গণ্য করা হয় এবং হালাল সার্টিফিকেশনের সঙ্গে তার সংযোগ থাকতে পারে না৷”
মালয়েশিয়ায় বহু ফেরিওযালাই হটডগ বিক্রি করেন৷ এছাড়া অনেক হালাল রেস্টুরেন্টেও বিক্রি হয় হটডগ৷ এদের সকলকেই প্রতি দু’বছর অন্তর ‘ডিপার্টমেন্ট অফ ইসলামিক ভেলপমেন্ট’ থেকে তাদের হালাল সার্টিফিকেট রিনিউ করাতে হয়৷ সিরাজুদ্দিন জানিয়েছেন, তখনই ধাপে ধাপে পরীক্ষা করে দেখা হবে,হটডগ নামটি ব্যবহার করা হচ্ছে কিনা৷
মার্কিন প্রেটজেল চেইন ‘আন্টি অ্যান’স’-এর মালয়েশিয়ায় ৪৫টি আউটলেট আছে৷ এই সংখ্যা ভবিষ্যতে আরো বাড়বে৷ আন্টি অ্যান’স-এর হালাল সার্টিফিকেটের আবেদন আপাতত বিবেচনা করে দেখা হচ্ছে৷ সিরাজুদ্দিন নাকি তাদের প্রেটজেল ডগগুলির নাম বদলে প্রেটজেল সসেজ রাখার পরামর্শ দিয়েছেন৷ তাতে আন্টি অ্যান’স-এর দৃশ্যত কোনো আপত্তি নেই৷
হটডগের নাম পাল্টানো নিয়ে ব্যঙ্গকৌতুকের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷ এক ফেসবুক ব্যবহারকারী সরকারকে ইংরেজি ভাষা নিয়ে পণ্ডিতি করা ছেড়ে, ধর্ম নিয়ে থাকতে বলেছেন৷ আরেক জন পোস্ট করেছেন, ‘‘পেট শপদের এবার কুকুরদের নাম বদলে সসেজ রাখতে হবে৷” হালালের নীতি অনুযায়ী, শূকরের মাংস, সুরা বা হালাল মতে বধ না করা সব জীবজন্তুর মাংস ‘হারাম’৷ মালয়েশিয়ায় বহুদিন ধরে ইসলামের একটি মধ্যমপন্থি সংস্করণ চালু থাকার পর এখন সনাতনপন্থি মনোভাব মাথা চাড়া দিচ্ছে৷ গতবছর একটি কোম্পানি মালয়েশিয়ায় হালাল ‘বটল্ড মিনারাল ওয়াটার’ চালু করে৷ অপরদিকে ‘ইসলামিক স্পিড ডেটিং’ ক্রমেই আরো জনপ্রিয় হচ্ছে, যে ডেটিং-এ মেয়েদের সঙ্গে কোনো অভিভাবিকা থাকেন৷ গতবছর কুয়ালালামপুরের একটি হালাল কনভেনশনে কয়েক হাজার হাজার প্রতিনিধি আর কয়েকশ’ প্রদর্শক এসেছিলেন৷

Show More

আরো সংবাদ...

Back to top button